সংসদ প্রতিবেদক
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত এক কোটি গাছের চারা রোপণের অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে ৫০০ গাছ লাগানো হচ্ছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ২৬ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্পিকার বলেন, জাতীয় সংসদের পক্ষ থেকে বছরব্যাপী বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার মধ্যে বৃক্ষরোপণ অন্যতম। এ কর্মসূচি পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় স্পিকার একটি আম, একটি অশোক ও একটি নাগেশ্বর চারা রোপণ করেন। পর্যায়ক্রমে সকল সংসদ সদস্য সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন বলে জানান তিনি।
সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, হুইপ ইকবালুর রহিম এবং পার্লামেন্ট মেম্বারস ক্লাবের সাধারণ সম্পাদক এবি তাজুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এদিকে মুজিববর্ষ-২০২০ উপলক্ষে উপলক্ষে জাতীয় সংসদ ভবন চত্বরে বৃক্ষের চারা রোপন করেছেন মন্ত্রী-এমপিরা। ২৪ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত তারা বৃক্ষ রোপন করেন। বৃক্ষ রোপনে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পরিবশে বন ও জলবায়ু উপমন্ত্রী হাবিবুন নাহার, বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, নির্বাচিত সংসদ সদস্য বগুড়া-৩ আসনের মো. নূরুল ইসলাম তালুকদার, খুলনা-৪ আসনের আব্দুস সালাম মূর্শেদী, পটুয়াখালী-২ আসনের আ. স. ম. ফিরোজ, বরিশাল-৬ আসনের নাসরিন জাহান রতনা, ময়মনসিংহ- ৮ আসনের মো. ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-১ আসনের সৈয়দা জাকিয়া নুর, কিশোরগঞ্জ-৩ আসনের মো. মুজিবুল হক, ঢাকা-৬ আসনের কাজী ফিরোজ রশীদ, ঢাকা- ১০ আসনের মো. শফিউল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া- ৩ আসনের র অ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, কুমিল্লা-২ আসনের সেলিমা আহমাদ ও নোয়াখালী-৬ আসনের আয়েশা ফেরদাউস এবং সংরক্ষিত মহিলা আসনের সদস্য শামসুন নাহার, রুমানা আলী, পারভীন হক সিকদার, সালমা ইসলাম, নাজমা আকতার ও রওশন আরা মান্নান।
এছাড়া ২৫ আগস্ট মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জাতীয় সংসদ ভবন এলাকায় একটি গাছের চারা রোপণ করেন। ১৮ আগস্ট সংসদ ভবন চত্বরে গাছের চারা রোপণ করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
উল্লেখ্য, মুজিববর্ষ- ২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপন কর্মসূচির অংশ হিসেবে সংসদ ভবন চত্বরে গত ২৬ জুলাই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পর্যায়ক্রমে সকল সংসদ-সদস্যবৃন্দ সংসদ ভবন চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।