স্পীকারের সাথে সিপিএ এর সেক্রেটারি জেনারেল এর সাক্ষাৎ

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি-এর সাথে আজ কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল মিঃ স্টিফেন টুইগ ভার্চুয়ালি সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা বাংলাদেশ জাতীয় সংসদ ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) এর পারস্পরিক সহযোগিতা, সিপিএ এর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণের অংশগ্রহণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেন। স্পীকার বলেন, সংসদীয় গণতন্ত্রের উত্তরণে সিপিএ এর সার্বিক সহযোগিতা বাংলাদেশ জাতীয় সংসদের কার্যক্রমকে শক্তিশালী করবে।

মিঃ টুইগ বলেন, সিপিএ এর বিভিন্ন ওয়ার্কশপ ও সেমিনারে বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্যগণের অংশগ্রহণ ইতিবাচক। সিপিএ চেয়ারপার্সন থাকাকালীন স্পীকারের অভিজ্ঞতা সম্পর্কে অবগত হয়ে সফলতার সাথে সিপিএ-তে নেতৃত্ব প্রদান করায় তিনি স্পীকার ড. শিরীন শারমিনের প্রশংসা করেন। চেয়ারপার্সন হিসেবে স্পীকারের নেতৃত্ব সিপিএকে সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন। মানবতার দুয়ার উন্মোচন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তিনি বাংলাদেশের প্রশংসা করেন এবং রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *