সংসদ প্রতিবেদক:
সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচনে জয়ী মোহাম্মদ হাবিব হাসান। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, স্পিকার শিরীন শারমিন মঙ্গলবার বিকালে সংসদ ভবনের শপথ কক্ষে আওয়ামী লীগের হাবিব হসানকে শপথ পড়ান। সংসদ সচিব জাফর আহমেদ খান শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, প্রধান হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন। শপথ শেষে হাবিব হাসান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন।
গত ৯ জুলাই সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় ঢাকা-১৮ আসন। ১২ নভেম্বর অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের হাবিব বিজয়ী হন।