করোনামুক্ত হওয়ার পর ফের ঝুঁকি নিয়েই মন্ত্রনালয়ের কাজে ছুটে বেড়াচ্ছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
প্রাণঘাতি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেশির ভাগ মানুষই এখন নিজেদের সুরক্ষার কথা চিন্তা করছেন। সরকারি কর্মকর্তা থেকে শুরু করে জনপ্রতিনিধিদেরও অনেকে দূরত্ব বজায় রেখে চলছেন। অনেকেে বাসা থেকে তেমন একটা বেরও হচ্ছেন না। জনসাধারণের দাবি নিয়েও তাদের তেমন কোনো ভাবনা নেই। এমন পরিস্থিতিতে উল্টো চিত্র বেশ কয়েক জন মন্ত্রী এমপির। তাদের মধ্যে অন্যতম হচ্ছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। করোনাকালিন সময়ে জীবনের ঝুঁকি নিয়েই তিনি প্রায় প্রতি দিনই মন্ত্রনালয়ের নানান সভা করার পাশাপাশি অফিসের বাইরে সরেজমিনে বিভিন্ন কর্মসুচীতে অংশ নিয়েছেন। একারনে করোনা ভাইরাসে আক্রান্ত হতে হয় তাকে। ১৫ সেপ্টেম্বর খালিদ মাহমুদ চৌধুরীর করোনা শনাক্তের রিপোর্টে পজিটিভ আসে। তবে করোনা নেগেটিভ আসার পর ফের জীবনের ঝুঁকি নিয়েই আগের মতো কাজ শুরু করেছেন তিনি।

মন্ত্রনালয়ের কর্মকর্তারা জানান, করোনা মহামারির কারনে নৌ পরিবহন মন্ত্রনালয়ের কোন কাজই থেমে নেই। প্রতিমন্ত্রী নিয়মিত অফিস করছেন। অফিসের বাইরে মন্ত্রনালয়ের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ সরেজমিন পরিদর্শন করছেন।
গত ১০ নভেম্বর প্রতিমন্ত্রী রাজধানীর সদরঘাটে ‘ওয়াটার বাস’ সার্ভিস পরিচালনা ও যাত্রীসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, সরকার ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথে আধুনিক ও নান্দনিক জলযান নামানোর চিন্তা করছে। তিনি বলেন, এখাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগকে স্বাগত জানানো হবে।

এর পর ঐদিন দুপুরে প্রতিমন্ত্রী কেরানীগঞ্জের হাইস্পীড শিপইয়ার্ডে বিআইডব্লিউটিসির জন্য দু’টি ফেরির নির্মাণ কাজ পরিদর্শন করেন। ফেরি দু’টি আগামি বছরের এপ্রিলের মধ্যে পাওয়া যাবে। মিডিয়াম সাইজের প্রতিটি ফেরিতে ১২টি করে বাস-ট্রাক এবং ১০০ জন কর যাত্রি পারাপার করা যাবে। ফেরি দু’টি নির্মাণে ব্যয় হবে ২১ কোটি ৪২ লাখ টাকা। এছাড়া বিকালে প্রতিমন্ত্রী রাজধানীর দৈনিকবাংলা মোড়স্থ বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ভবনে বিএসসি’র ৩০৬তম বোর্ড সভায় সভাপত্বি করেন।
গত ১৮ নভেম্বর প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল’ প্রকল্পে অপারেটর নিয়োগ ও ‘বে-টার্মিনাল’ নির্মাণ প্রকল্পের ওপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের বৈঠকে অংশ নেন।

মন্ত্রনালয়ের কাজের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন কর্মসুচিতেও অংশ নেন প্রতিমন্ত্রী। গত ২০ নভেম্বর দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সুধি সমাবেশে প্রধান অতিথির নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ধর্মকে ব্যবহার করে যারা দেশকে নিশ্চিত অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়, সেসব ধর্ম ব্যবসায়িদেরকে কঠোরভাবে দমন করতে হবে। তিনি বলেন, আজকে জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কিছু ধর্ম ব্যবসায়ি বিরূপ মন্তব্য করছে। তারা জানেনা, ভাস্কর্য কি জিনিস; আর মূর্তি কি জিনিস। তারা বিভ্রান্তি ছড়াচ্ছে।

বোচাগঞ্জ উপজেলার নয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দু’টি রাস্তা এবং ফুটকিবাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য ১০টি বাড়ির নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে এ সুধি সমাবেশের আয়োজন করা হয়। এছাড়া ২৯ নভেম্বর নৌপরিবহন মন্ত্রনালয় আয়োজিত ‘বঙ্গবন্ধু ও নদীমাতৃক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *