নিজস্ব প্রতিবেদক:
পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, ‘আমরা পাঁচ বা দশ বছরের জন্য কোনও প্রকল্প করতে চাই না। ৫০ বছর স্থায়ী হয় এমন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১০০ সালকে সামনে রেখে ডেল্টা প্ল্যান বাস্তবায়িত হচ্ছে সারাদেশে।’ ২৪ নভেম্বর চাঁদপুর শহর রক্ষা বাঁধের হরিসভা এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এনামুল হক শামীম বলেন, ‘নদীভাঙা এলাকার মধ্যে অনেক ঝুঁকিপূর্ণ চাঁদপুর ও শরীয়তপুর। ইতোমধ্যে বাংলাদেশের সব ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করেছি। সবগুলোতেই স্থায়ী প্রকল্প প্রণয়ন করা হয়েছে। আমাদের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। বাংলাদেশের প্রায় ১৬ হাজার ৭শ’ কিলোমিটার বাঁধ রয়েছে। তার মধ্যে পাঁচ হাজার ৭শ’ ৫৭ কিলোমিটার উকূলীয় অঞ্চলের বাঁধ। আড়াই হাজার কিলোমিটার সাধারণ বাঁধ।’ চাঁদপুরের উন্নয়ন প্রকল্প সম্পর্কে তিনি বলেন, ‘আশা করছি, ৪২০ কোটি টাকা ব্যয়ে চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্পের সব প্রক্রিয়া আগামী বর্ষার আগেই সম্পন্ন করা হবে। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এখানে বাঁধ স্থায়ীভাবে পুনর্র্নিমাণ করা হবে। আজকে এখানে পরিদর্শনে এসেছি স্থায়ী প্রকল্পের জন্যই। আমরা মেঘনা টানেল করতে চাই। এ সরকারের শেষ দিকে হলেও টানেল অথবা সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধন করতে চাই। সবকিছু বাস্তবতার আলোকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোন পয়েন্টে টানেল বা সেতু হবে তা ট্যাকনিক্যাল কমিটি নির্ধারণ করবে। আমরা চাঁদপুর ও শরীয়তপুরকে শুধু সড়কপথে নয়, রেলপথেও সংযুক্ত করবো।’
এ অনুষ্ঠানের পরে তিনি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটে ১ হাজার ২৫৭ কোটি টাকা ব্যয়ে শরীয়তপুর-ইব্রাহিমপুর আঞ্চলিক মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একেএম এনামুল হক শামীম বলেন, বিএনপি’র এখন প্রধান কাজই হচ্ছে দেশের জনগণকে ধোঁকা দেয়া। তারা ক্ষমতায় থাকতে জনগণকে ধোঁকা দিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে; তারা এতিমের টাকা মেরে খেয়েছে। তারা ক্ষমতায় আসতে না পেরে আগুন সন্ত্রাস করে দেশের মানুষকে পেট্রোল বোমা মেরে হত্যা করেছে। দেশ-বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তবে এদেশের জনগণ আর ধোঁকাবাজ বিএনপি’র ফাঁদে আর পা দেবে না। কারণ, বিএনপি ধোঁকাবাজ দল হিসেবে চিহ্নিত হয়েছে। নামসর্বস্ব দলে পরিণত হয়ে তারা এসি রুমে বসে শব্দ বোমা মারছে। তাদের কার্যক্রম ফেসবুক আর ফটোসেশনেই সীমাবদ্ধ। বিএনপি এদেশের জন্য একটি বিষফোঁড়ায় পরিণত হয়েছে। বিএনপির আর ক্ষমতায় আসার সুযোগ নাই। উন্নয়ন-অগ্রগতির জন্য বারবার এদেশের জনগণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকেই ক্ষমতায় দেখতে চায়।
এনামুল হক শামীম আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সরকারের এই মেয়াদেই শরীয়তপুর-চাঁদপুর তথা দক্ষিণ-পশ্চিম অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মেঘনা নদীতে ট্যানেলের কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হবে। আর সারাদেশে ঝুঁকিপূর্ণ এলাকাকে নদী ভাঙনের হাত থেকে রক্ষায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে।