গণপূর্ত সচিব শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

নিজস্ব প্রতিবেদক:
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ আরো এক বছর বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। আগের চুক্তির ধারাবাহিকতায় এবং একই শর্তে আগামী ২৩ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব পদে তাকে পুনরায় নিয়োগ দেওয়া হয়।

১ সেপ্টেম্বর বুধবার জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে তার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছিল। প্রস্তাবের সারসংক্ষেপে তাকে পূর্ববর্তী চুক্তির শর্তে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে অথবা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছিল।

এর আগে ২০১৯ সালে ২৭ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে মো. শহীদ উল্লা খন্দকারের চুক্তির মেয়াদ ২৩ সেপ্টেম্বর-২০১৯ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য বৃদ্ধিপূর্বক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়েল সচিব হিসেবে পদায়ন করা হয়। এই চুক্তির মেয়াদ আগামী ২২ সেপ্টেম্বর শেষ হবে।
চাকরির মেয়াদ শেষ হওয়ায় এর আগে অসরোত্তর ছুটি (পিআরএল) বাতিলের শর্তে ২০১৭ সালের ১৭ আগস্ট তাকে সচিবপদে চুক্তিভিত্তিক নিয়োগ করে দুই বছরের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছিল। এর পর তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি নারিকেলবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি, বি.এম কলেজ থেকে এইচ.এস.সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ থেকে কৃতিত্বের সাথে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করে ২১/০১/১৯৮৬ তারিখে বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরিতে যোগদান করেন।চাকুরিকালীন সময়ে তিনি সহকারী কমিশনার, উপজেলা ম্যাজিস্ট্রেট, কগনিজেন্স ম্যাজিস্ট্রেট, নেজারত ডেপুটি কালেক্টর, রেভিনিউ ডেপুটি কালেক্টর ও থানা নির্বাহী কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে উপ-সচিব, যুগ্ম-সচিব ও অতিরিক্ত সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। চাকুরিরত অবস্থায় তিনি দেশে-বিদেশে বিভিন্ন খন্ডকালীন ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ গ্রহণ করেন। ইতিমধ্যে তিনি থাইল্যান্ড, চীন, ফিলিপাইন, সিংগাপুর, মালয়শিয়া, শ্রীলংকা, হংকং, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা ও কানাডাসহ ১২টি দেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মোঃ শহীদ উল্লা খন্দকার ০১/০৯/২০১৪ তারিখে পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত সচিব হিসেবে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালনের মাধ্যমে তিনি চাকরি ক্ষেত্রে অনেক সুনাম অর্জন করেছেন। গত ০২/০৩/২০১৫ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সচিব হিসেবে তাঁকে পদোন্নতি প্রদান করে।তিনি ১৮/০২/২০১৬ তারিখে সচিব হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি গত ১৫/৩/২০১৬ তারিখ হতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। চাকুরি ছাড়াও তিনি বহু সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি লায়ন্স ক্লাব অব ঢাকা ডাউন টাউন ক্লাবের ০৩ বার প্রেসিডেন্ট নির্বাচিত হন। বর্তমানেও তিনি উক্ত ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি গোপালগঞ্জ জেলা সমিতির ট্রেজারার ও ফরিদপুর চাকুরিজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। লায়ন্স ক্লাব এবং সমিতির মাধ্যমে তিনি নিজ জেলা গোপালগঞ্জ ও ঢাকায় শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে অনেক উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করছেন। এছাড়াও তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের ছাত্রছাত্রীদের এলামনাই এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি ২ পুত্রসন্তানের জনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *