শেখ হাসিনার জন্ম না হলে সমৃদ্ধ বাংলাদেশ হত না: চিফ হুইপ

সংসদ প্রতিবেদক:
জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই আলম চৌধূর বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হত না, আর শেখ হাসিনার জন্ম না হলে সমৃদ্ধ বাংলাদেশ হত না। বঙ্গবন্ধুর মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ভৌগলিক স্বাধীনতা ও জনগণের অর্থনৈতিক মুক্তি। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দ্বিতীয় লক্ষ্য অর্থনৈতিক মুক্তির পথ সুগম করেছেন। আমরা যে যেখানে যে অবস্থানে আছি আমাদেরকে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। বুধবার রাজধানীর শাহবাগে পাবলিক লাইব্রেরী অডিটরিয়ামে হাসু মনির পাঠশালা আয়োজিত বঙ্গবন্ধু উৎসবের উদ্ভোধনকালে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি মারুফা আক্তার পপির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
চিফ হুইপ বলেন, আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধুর একশত উক্তির উপর অনুষ্ঠান তৈরি করেছি। যা নিয়মিত সংসদ টেলিভিশন ও ইউটিইউবে প্রচার হচ্ছে। বঙ্গবন্ধু যেমন আমাদের আদর্শ, তেমনি তাঁর উক্তিগুলোও আমাদের জন্য আদর্শ। এই আদর্শ আমাদের ধারন ও লালন করে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। ‘হাসুমনির পাঠশালা’ এখান থেকেই আমাদেরকে আগামী প্রজন্মের জন্য শেখ হাসিনার ইতিহাস ও আদর্শকে তুলে ধরতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসতো এবং শেখ হাসিনা যদি সরকারে না থাকতো তাহলে এত অল্প সময়ে বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে ঘুরে দাড়াতে পারতো না। এ সময় তিনি বাংলাদেশের এই অর্থনৈতিক অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার সরকারের ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *