উখিয়ায় ডিজিটাল ভিলেজ পরিদর্শনে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

 

রোতাব চৌধুরী, কক্সবাজারঃ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি নাগরিক ও গ্রামকে স্মার্ট নাগরিক, স্মার্ট গ্রামে পরিণত করা হবে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উদ্ভাবনী সাশ্রয়ী উন্নত আধুনিক স্মার্ট বাংলাদেশে পরিণত করা হবে।
প্রতিমিন্ত্রী শুক্রবার (১৫ জুলাই) এটুআই এবং এফএও কর্তৃক আয়োজিত কক্সবাজারের উখিয়ায় রত্নাপালং এলাকায় ডিজিটাল তুলাতলী ভিলেজ কাম অ্যাগ্রিগেশন সেন্টার পরিদর্শনশেষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সেন্টার প্রাঙ্গনে অতিরিক্ত জেলা প্রশাসক মো নাসিম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এটুআই এর পলিসি এ্যাডভাইজার আনির চৌধুরী,এফএও এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ইসোনোভ বাখোদুর, কক্সবাজার প্রধান শেরপার্ড জিগাদজা, এটুআই কর্মকর্তা রেজুয়ানুল হক জামি,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ইমরান হোসাইন সজীব বক্তব্য রাখেন।
এ সময় পদস্থ সরকারি কর্মকর্তা,এটুআই,জনপ্রতিনিধিসহ স্থানীয় কৃষক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
পরে জেলার বিভিন্ন ইউনিয়নে ইনফো সরকার-৩ প্রকল্পের চলমান কার্যক্রম পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
প্রান্তিক অঞ্চলের কৃষকের উৎপাদিত পণ্য অনলাইন যোগাযোগের মাধ্যেম সঠিক সময়ে এবং ন্যায্যমূল্যে বাজারজাত করণে সরকার ডিজিটাল ভিলেজ কাম এগ্রিগেশন সেন্টার স্থাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *