আইডিইবির নব নির্বাচিত নেতৃবৃন্দের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

 

নিজস্ব প্রতিবেদক
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদের নেতৃত্বে নবনির্বাচিত নেতৃবৃন্দ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতেপুষ্পস্তবক অর্পন করেছেন। এসময় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশ ফিরিয়ে এনে দন্ড কার্যকর করার দাবি জানান।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে ইঞ্জিনিয়ার এ কে এম এ হামিদ এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান নির্বাচিত হন। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাতে ভোট গণনা শেষে প্রাথমিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২৩-২০২৫ টার্মের নির্বাচন গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকাসহ ৭১টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনির্মাণ, দেশ ও জনগণের কল্যাণে এবং সর্বস্তরের সদস্য প্রকৌশলীদের সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার নিয়ে হামিদ- শামসুর প্যানেল নির্বাচনে অংশ নিয়ে সব পদে বিপুল ভোটে জয়ী হয়।
আইডিইবির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ২০২৩-২০২৫ টার্মের নির্বাচনে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির পূর্ণ প্যানেল জয়লাভ করেন। সভাপতি এ কে এম এ হামিদ এবং সাধারণ সম্পাদক মো. শামসুর রহমানসহ প্যানেলের সব প্রার্থী বিপুল ভোটে বিজয় অর্জন করে। নির্বাচনে ৭৬ দশমিক ২ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করা হয়। এ কে এম এ হামিদ-মো. শামসুর রহমান প্যানেলের প্রার্থীরা কাস্টিং ভোটের ৯০ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি (হেডকোয়ার্টার) পদে মো. ফজলুর রহমান খান, সহ-সভাপতি (ঢাকা অঞ্চল) বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব, সহ-সভাপতি জাফর আহমদ সাদেক (চট্টগ্রাম অঞ্চল), সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান (কুমিল্লা অঞ্চল), সহ-সভাপতি কে এম আমিনুল ইসলাম (ফরিদপুর অঞ্চল), সহ-সভাপতি কুমার সরকার (ময়মনসিংহ অঞ্চল), সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন (খুলনা অঞ্চল), সহ-সভাপতি মো. মিজানুর রহমান (বরিশাল অঞ্চল), সহ-সভাপতি মো. কবির উদ্দিন (রাজশাহী অঞ্চল), সহ-সভাপতি মো. নজরুল হোসেন (সিলেট অঞ্চল) বিপুল ভোটে জয়লাভ করেন।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আব্দুল কুদ্দুছ ও মো. সিরাজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক পদে সৈয়দ মুন্তাসীর হাফিজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদে মো. আমিনুল ইসলাম, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা মো. ইদরীস আলীসহ অন্যান্য পদের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেন।

নির্বাচনে বিজয়ী হয়ে দেশের সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, নেতাকর্মী, সদস্যদের ধন্যবাদ ও কতৃজ্ঞতা জানিয়েছেন সভাপতি এ কে এম এ হামিদ ও সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান।

 

Print Friendly, PDF & Email