জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজ করবে ক্লাইমেট পার্লামেন্ট ও সাকজেএফ

 

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ এশিয়ার জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় এক সঙ্গে কাজ করার বিষয়ে ঐক্যমত হয়েছে বাংলাদেশের ক্লাইমেট পার্লামেন্ট ও সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরাম। ২৫ মার্চ শনিবার সন্ধ্যায় ঢাকায় বাংলাদেশ ক্লাইমেট পার্লামেন্টের চেয়ারম্যান তানভীর শাকিল জয় এমপির সঙ্গে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের এক বৈঠকে এ ঐক্যমত পোষণ করা হয়।

এ সময়ে ক্লাইমেট পার্লামেন্টের চেয়ারম্যান তানভীর শাকিল জয় এমপিকে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের সাম্প্রতিক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

গাইবান্ধা জেলার কুন্দেরচরে জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের গণশুনানি কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন তানভীর শাকিল জয় এমপি। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম বাংলাদেশ। কিন্ত বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের জন্য মোটেই দায়ী নয়। সাকজেএফ জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কথা বলার সুযোগ করে দিয়েছে।

তিনি জানান, ২০১০ সাল থেকে বাংলাদেশে ক্লাইমেট পার্লামেন্ট কাজ শুরু করে। ইতিমধ্যে বিশ্বের অন্য দেশের আইন প্রণেতাদের সঙ্গে যৌথভাবে কাজ করে। িসওপি-২৭ সম্মেলনেও গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেছে।

তিনি বলেন, ক্বক্লাইমেট পার্লামেন্টের সঙ্গে সাউথ এশিয়ান ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট’স ফোরামের যৌথভাবে কাজ করলে বিশ্বের কাছে জলবায়ু ন্যায্যতা আদায়ের প্রক্রিয়া তরান্বিত হবে।

বৈঠকে সাকজেএফএর প্রেসিডেন্ট আশিস গুপ্তা, মহাসচিব আসাদুজ্জামান সম্রাট ও কোষাধ্যক্ষ মাচুম বিল্লাহ অংশ নেন। বৈঠক শেষে সাকজেএফ এর পক্ষ থেকে সংগঠনের কার্যক্রম সম্পর্কিত একটি পত্র ক্লাইমেট পার্লামেন্টের চেয়ারম্যানের হাতে তুলে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *