শপথ নিলেন এমপিরা

সংসদ প্রতিবেদক
দলীয় সভাপতি শেখ হাসিনাকে আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর ফলে টানা চতুর্থবারের মত সংসদ নেতা নির্বাচিত হলেন তিনি। বুধবার এমপিদের শপথ অনুষ্ঠান শেষে  দুপুর ১২ টায় সংসদ ভবনে সরকারি দলের সভা কক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগ সংসদীয় দলের সভায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ নেতা হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। একাদশ সংসদের চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরী তাতে সমর্থন জানালে তা সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচন করা হয়। একাদশ সংসদের উপনেতা মতিয়া চৌধুরীকেই দ্বাদশ সংসদের উপনেতা নির্বাচন করেন আওয়ামী লীগের সংসদীয় দলের সদস্যরা।
বৈঠকে বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে নতুন সংসদেও স্পিকারের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া শামসুল হক টুকুকে আবারও ডেপুটি স্পিকার এবং সংসদের বর্তমান চিফ হুইপ নূর- ই- আলম চৌধুরীকে দ্বাদশ সংসদেও চিফ হুইপ করার সিদ্ধান্ত হয়। সংসদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে জানাবে আওয়ামী লীগ। এরপর রাষ্ট্রপতি আহ্বান জানালে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে নতুন সরকার গঠন করবেন শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় শপথ নেবে তার নতুন মন্ত্রিসভা।
এর আগে সকাল ১০ টার কিছু সময় পর আইন মেনে ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে দেশের আইনসভার সদস্য হিসেবে দায়িত্ব পালনের শপথ নেন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা। জাতীয় সংসদের শপথ কক্ষে শুরুতেই একাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত দ্বাদশ সংসদের এমপি হিসেবে নিজের শপথ নেন। পরে তিনি অন্যদের শপথ পড়ান। প্রথমে আওয়ামী লীগ ও শরিক দলের সংসদ সদস্যরা শেখ হাসিনার নেতৃত্বে শপথ নেন। দ্বিতীয় দফায় বেলা ১১টায় শপথ নেন স্বতন্ত্র হিসেবে নির্বাচিত সদস্যরা। আর জাতীয় পার্টির ১১ জন বেলা ১২টায় তৃতীয় দফায় শপথ নেন।
শপথ অনুষ্ঠানে দ্বাদশ সংসদের এমপিরা নিজ নিজ নাম উচ্চরণ করে স্পিকারের সঙ্গে সঙ্গে পড়তে থাকেন- “সশ্রদ্ধচিত্তে শপথ (বা দৃঢ়ভাবে ঘোষণা) করিতেছি যে, আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি, তাহা আইন-অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব; আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব; এবং সংসদ-সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দেব না।” এরপর সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব এ কে এম আবদুস সালাম।
শপথ অনুষ্ঠানে এমপিদের প্রথম সারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডান পাশে ছিলেন আমির হোসেন আমু ও  ওবায়দুল কাদের। আর বাঁ পাশে ছিলেন মতিয়া চৌধুরী, শাজাহান খান, নুরুল মজিদ হুমায়ুন, শেখ হেলাল উদ্দীন ও ড. আবদুর রাজ্জাক। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠান শেষে সংসদের ভিআইপি ক্যাফেটারিয়ায় নতুন এমপিদের জন্য ছিল চা-চক্রের আয়োজন।
Print Friendly, PDF & Email