নিজস্ব প্রতিবেদক :
পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) শাখার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম আমিরুজ্জামান বিলাশকে আহবায়ক ও সহকারী প্রকৌশলী (ই/এম) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দিয়েছে ডিইএব কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার সংগঠনের এক বিবৃতিতে জানানো হয়, কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ ইউনুস আলী মোল্লা ও যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম ফিরোজ। ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো. সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। খুব শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।