নিজস্ব প্রতিবেদক:
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের জন্য ফার্নিচার ক্রয় না করেই চার কোটি টাকা বিল পরিশোধের নামে তা লোপাট করা হয়েছে। গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ সংস্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদার যোগসাজসে ২০২১ সালে এই টাকা তুলে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সম্প্রতি বিষয়টি জানাজানি হওয়ার পর অধিদপ্তরে এনিয়ে তোলপাড় শুরু হয়েছে। এবিষয়ে জানতে চাইলে গণপূর্ত কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি বিষয়টি সমাধান করার। কিছু ফার্নিচার ইতিমধ্যে পাওয়া গেছে। বাকি ফার্নিচারের বিষয়েও সমাধানের চেষ্টা চলছে। এ বিষয়ে কোন তদন্ত কমিটি হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, না কোন তদন্ত কমিটি হয়নি।
গণপূর্ত অধিদপপ্তরের একাধিক কর্মকর্তা বলেন, ফার্নিচার পাওয়ার আগেই চার কোটি টাকা বিল পরিশোধ করে আত্মসাৎ করা হলেও এতোদিন বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত প্রকৌশলী ও ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বিষয়টি গোপানে ম্যানেজ করার চেষ্টা চলছে।