ডিইএব গণপূর্ত শাখায় চার সদস্যের আহ্বায়ক কমিটিই অনুমোদিত : প্রকৌশলী কাজী সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর শাখার চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি (আংশিক) গত ১২ আগস্ট অনুমোদন দেয়া হয়েছে। এর বাইরে ডিইএব গণপূর্ত শাখার আর কোন কমিটি অনুমোদিত নয় বলে জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন।

৩০ নভেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এতদ্বারা গণপূর্ত অধিদপ্তরে কর্মরত ডিপ্লোমা প্রকৌশলীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম- ডিইএব গণপূর্ত শাখা কমিটি নামে স্বঘোষিত কমিটি প্রকাশ করা হয়। যাহা ডিইএব কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক অনুমোদিত নয় বিধায় এহেন সংগঠন বিরোধী কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এখানে উল্লেখ্য যে, ডিইএব গণপূর্ত শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বর্ণিত ৪ (চার) সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির সাথে জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত ডিপ্লোমা প্রকৌশলীগণের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

প্রসঙ্গত, পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর (পিডব্লিউডি) শাখার আহ্বায়ক কমিটি গত ১২ আগষ্ট অনুমোদিত হয়েছে। সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম আমিরুজ্জামান বিলাশকে আহবায়ক ও সহকারী প্রকৌশলী (ই/এম) প্রকৌশলী মোঃ সাখাওয়াত হোসেনকে সদস্য সচিব করে চার সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয় ডিইএব কেন্দ্রীয় কমিটি।

কমিটির যুগ্ম আহবায়ক হয়েছেন গণপূর্ত অধিদপ্তরের সহকারী প্রকৌশলী (সিভিল) মোঃ ইউনুস আলী মোল্লা ও যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) এস এম ফিরোজ। ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো. সাইফুজ্জামান সান্টু ও মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। খুব শিগগিরই পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে নতুন আহবায়ক কমিটির পক্ষ থেকে জানানো হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *