গণপূর্তে সহকারি প্রকৌশলী পদে অতিরিক্ত নিয়োগ বন্ধের দাবি বাপিডিপ্রকৌস এর

নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরি বিধি উপেক্ষা করে ভুল তথ্য উপস্থাপনের মাধ্যমে সরাসরি নিয়োগের ক্ষেত্রে ৪৩ তম বিসিএস হতে ৪৭ তম বিসিএস পর্যন্ত সহকারি প্রকৌশলী (সিভিল) পদে অতিরিক্ত নিয়োগের প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (বাপিডিপ্রকৌস)। সংগঠনের পক্ষ থেকে মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের সচিবকে দেওয়া স্মারকলিপিতে এ দাবি জানানো হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ রায়হান মিয়া ও সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম স্বাক্ষারিত স্মারকলিপিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের স্মারক নং-২৫,৩৬.০০০০.২১৫.১১.১০৬.১৮-৬২০, তারিখঃ ১৪- ০৫-২০২৪ এর মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ওয়েব সাইটে প্রকাশিত গণপূর্ত ক্যাডারের (সিভিল) গ্রেডেশন তালিকায় দেখা যায় যে, প্রধান প্রকৌশলী হতে সহকারি প্রকৌশলী পর্যন্ত ৬১৫ জন প্রকৌশলী কর্মরত রয়েছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং- ২৫.০০.০০০০.০১৩.১২.০০৪.২২-৫৩, ৩ নভেম্বর ২০২৪ এর মাধ্যমে ৬ জন উপ-সহকারী প্রকৌশলীকে সহকারি প্রকৌশলী (সিভিল) পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্মারক নং- ২৫.০০.০০০০.০১৩.১১.০০৭.১৮-২২, ১৬ এপ্রিল ২০২৪ এর মাধ্যমে ৪১ তম বিসিএস- এ সরাসরি নিয়োগের মাধ্যমে ৩৬ জন কে সহকারি প্রকৌশলী (সিভিল) নিয়োগ প্রদান করা হয়েছে। অর্থাৎ ৪১ তম বিসিএস পর্যন্ত সর্বমোট ৬৫৭ জন সহকারি প্রকৌশলী (সিভিল) নিয়োগ পেয়েছেন। অথচ গণপূর্ত অধিদপ্তরে বিসিএস গণপূর্ত ক্যাডারে (সিভিল) অনুমোদিত পদ ৬৫৭ টি। ৪১ তম বিসিএস এর মাধ্যমে নিয়োগ হওয়ার পর গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী (সিভিল) এর কোন শূন্য পদ না থাকা সত্ত্বেও ৪৩ তম বিসিএস-এ ১৪ জনকে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে নিয়োগ প্রদান করা হয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ১১ সেপ্টেম্বর ২০২৪ গণপূর্ত অধিদপ্তরের স্মারক নং- ২৫.৩৬.০০০০.২১৫.১১.১০১.১৪-১৩১৯ তারিখ: ১৫/০৯/২০২৪ খ্রিঃ এর মাধ্যমে ভুল তথ্য উপস্থাপন করে ৯২ টি পদ শূন্য দেখিয়ে পরবর্তী বিসিএস সমূহে নিয়োগ প্রদানের জন্য বিধি বহির্ভূতভাবে চাহিদা প্রেরণ করা হয়েছে। যা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক স্মারক নং-২৫.০০.০০০০.০১৩.১২.০০১.১২-৭৩৩, তারিখঃ ১৫ সেপ্টেম্বর ২০২৪ এর মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তর হতে দীর্ঘদিন ধরে মন্ত্রণালয়ে ভুল তথ্য উপস্থাপন করে অনুমোদিত সেট-আপভুক্ত সরাসরি ২ থেকে ৩ কোটায় প্রাপ্যতার চেয়ে অতিরিক্ত নিয়োগ দিয়ে আসছে।

এ বিষয়ে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র স্মারক নং- ডিপ্র-৩/১৪২৬-১৪২৮/৯৩, তারিখঃ ১১/০৩/২০২০ এর মাধ্যমে ৩৮তম, ৪০তম ও ৪১তম বিসিএস এ গণপূর্ত অধিদপ্তরে সহকারি প্রকৌশলী পদে অতিরিক্ত নিয়োগ বন্ধ করার জন্য বিস্তারিত তথ্য উপাত্তসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পত্র প্রদান করা হয়েছিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বাপিডিপ্রকৌস এর উক্ত পত্রের বিষয়ে মতামত প্রদানের নির্দেশনা প্রদান করা হলেও গণপূর্ত অধিদপ্তর কর্তৃক এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

এমতাবস্থায় ৪৩ তম বিসিএস এর মাধ্যমে সরাসরি নিয়োগকৃত ১৪ জন সহকারি প্রকৌশলী (সিভিল) এর নিয়োগ বাতিল করার ব্যবস্থাসহ ৪৪তম বিসিএস হতে ৪৭ তম বিসিএস পর্যন্ত বিধি বহির্ভূতভাবে প্রস্তাবকৃত সহকারি প্রকৌশলী (সিভিল) এর নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *