শহীদ জিয়ার কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ডিইএব গণপূর্ত শাখার নেতারা

 

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাসী ডিপ্লোমা প্রকৌশলীদের জাতীয় পেশাজীবী সংগঠন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর গণপূর্ত অধিদপ্তর শাখার নব নির্বাচিত নেতারা বুধবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। এসময় নেতৃবৃন্দ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য খান রবিউল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় নেতা প্রকৌশলী কামরুজ্জামান নান্নু, ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইবনে ফজল সাইফুজ্জামান, ডিইএব এর কেন্দ্রীয় সহসভাপতি ও আইডিইবির যুগ্ম আহবায়ক মো. আবেদুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সাবু, ডিইএব এর আইন বিষয়ক সম্পাদক এস কে মাহমুদ,  ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদের সাবেক ভিপি প্রকৌশলী মো. সোলায়মান, ডিইএব গণপূর্ত শাখার আহবায়ক এস এম আমিরুজ্জামান বিলাশ, যুগ্ম আহবায়ক এ এইচ এম আহসান-উল হক কোরাইশী, সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ মনজুল মুশতাক প্রমুখ।

এসময় নেতৃবৃন্দ মোনাজাতে শহীদ জিয়ার জান্নাত কামনা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি ও তিনি দ্রুত দেশে ফিরে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

##

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *