নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) এর ঢাকা জেলা শাখার নবগঠিত কমিটি। সংগঠনের ঢাকা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মোঃ শাহাদাত জামিল চৌধুরী লিন্টনের সভাপতিত্বে মিলাদের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং সকল ষড়যন্ত্র অতিক্রম করে তারেক রহমান দেশে ফিরে এসে গণতন্ত্র ও উন্নয়নের অগ্রযাত্রায় নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
জেলা কমিটির সদস্য সচিব মোঃ আবু হানিফের সঞ্চালনায় অনুষ্ঠানে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) এর অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও ডিইএব এর প্রধান উপদেষ্টা মোঃ কবীর হোসেন প্রধান অতিথি এবং ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি ইবনে ফজল সাইফুজ্জামান সান্টু, আইডিইবি অন্তর্র্বতীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ডিইএব এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী সাখাওয়াত হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ডিইএব সহ-সভাপতি আবেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া রুবেল, ডিইএব ঢাকা জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ তুহিনুজ্জামান তুহিন, সদস্য (সাংগঠনিক) মুহাম্মদ আশরাফুল আলম এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
##