খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার দোয়া ও ইফতার

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এর দ্রুত সুস্থতা কামনা এবং দেশে আসার জন্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখা। মঙ্গলবার আইডিইবি ভবনে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

এ সময় বক্তারা বলেন, ‘আপোষহীন দেশনেত্রী খালেদা জিয়া ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের কাছে মাথানত করেনি। গণতন্ত্র প্রতিষ্ঠায় সারাজীবন সংগ্রাম করে গেছেন। ফ্যাসিবাদী সরকার তার এই আপোষহীনতা সহ্য করতে না পেরে তাকে অসুস্থ্য অবস্থায় মিথ্যা মামলায় জেলে প্রেরণ করেন। অসুস্থ্য বেগম জিয়াকে চিকিৎসার জন্য চিকিৎসক ও তার পরিবার বারবার ফ্যাসিস্ট সরকারের কাছে আবেদন করলেও জামিন মেলেনি। দীর্ঘ ছয় বছর খালেদা জিয়া কারান্তরীন থাকার পরে অভূত্থানের সরকার তাকে জামিন দিলে তিনি চলতি বছরের প্রথম সপ্তাহে চিকিৎসার জন্য লন্ডনে যান। তিনি সুস্থ্য হয়ে ফিরে আবার দেশ ও জাতির হাল ধরবেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন। সভায় ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার সদস্য সচিব মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ডিইএব গণপূর্ত অধিদপ্তর শাখার আহবায়ক এস,এম, আমিরুজ্জামান বিলাস। এছাড়া ডিইএব কেন্দ্রীয় কমিটি ও গণপূর্ত শাখার অন্যান্য নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *