দূর্নীতির দায়ে গণপূর্তের উপ-সহকারি প্রকৌশলী লিটন মল্লিক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক:
বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত এবং বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে চাকুরী থেকে বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রনালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় উপ-সহকারী প্রকৌশলী লিটন মল্লিক খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ বিভাগ থেকে গত বছরের ৫ আগষ্ট থেকে বিনানুমতিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকুরি দেওয়ার নামে অর্থ গ্রহণ করেন এবং চেক ডিজঅনার মামলায় যুগ্ম মহানগর দায়রা জজ, ১ম আদালত খুলনা কর্তৃক কারাদন্ডের আদেশ প্রদানের তারিখ গত ৪ মার্চ থেকে সরকারি চাকুরি আইন ২০১৮ এর ৩৯ (২) ধারা অনুযায়ী চাকুরি হতে সাময়িক বরখাস্ত ছিলেন।

দৈনিক সময়ের আলোতে ২০২৩ সালের ১৪ সেপ্টেম্বর লিটন মল্লিকের বিরুদ্ধে ‘২ কোটি টাকা ঘুষ নিয়ে লাপাত্তা: ৪ মাস কর্মস্থলে অনুপস্থিত গণপূর্তের প্রকৌশলী’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠিত হয়।

সাবেক উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিক, (সাময়িক বরখাস্তকৃত), গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫, মিরপুর, ঢাকা ও বর্তমানে উপ-সহকারী প্রকৌশলী (ই/এম), খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগ, খাগড়াছড়ি এর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ৩(খ) অনুযায়ী ‘অসদাচরণ’ এর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘অসদাচরণ’ এর অভিযোগে দোষী সাব্যস্ত করে একই বিধিমালার বিধি ৪ এর উপবিধি ৩ এর (ঘ) অনুযায়ী ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদণ্ড প্রদান করা হয়েছে বলে মন্ত্রনালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। লিটন মল্লিকের বিরুদ্ধে রুজুকৃত বিভাগীয় মামলার বিষয়ে তদন্তে প্রমাণিত হওয়ায় যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সরকারি কর্ম কমিশনের পরামর্শ গ্রহণপূর্বক এবং রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম স্বাক্ষরিত আদেশের মাধ্যমে ‘চাকুরি হতে বরখাস্তকরণ’ গুরুদন্ড প্রদান করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *